সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কত প্রকার

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কত প্রকার তা অনেকেরই জানা নেই। সার্চ ইঞ্জিন মূলত একটি সফটওয়্যার যার মাধ্যমে আমরা বিভিন্ন রকমের তথ্য খুঁজে পেয়ে থাকি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি তা অনেকেই জানিনা। কিন্তু ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কত প্রকার
প্রিয় পাঠক, আপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি সে সম্পর্কে না জেনে থাকেন তাহলে আমাদের এই পোস্টটি মনোযোগ সহকারে পুরোটি পড়বেন,এই পোস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কত প্রকার ও কি কি এবং এর কাজ সম্পর্কেও এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হবে।

ভূমিকা

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এমন একটি পদ্ধতি যার মাধ্যমে মানুষ বিভিন্ন রকমের তথ্য খুঁজে পেয়ে থাকে খুব সহজেই।সার্চ ইঞ্জিনকে ব্যবহার করে একটি ওয়েবসাইটকে সকলের কাছে খুব সহজেই বিনামূল্যে পৌঁছে দেওয়া যেতে পারে। দিন দিন ইন্টারনেটের ব্যবহার যত বাড়ছে সার্চ ইঞ্জিন এর গুরুত্ব তত বাড়ছে ।সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর প্রধান উদ্দেশ্য হল একটি ওয়েবসাইটকে সকলের কাছে খুব সহজে পৌঁছে দেওয়া। এবং ওয়েবসাইটটির জনপ্রিয়তা বৃদ্ধি করা।

বিভিন্ন ধরনের অনলাইন থেকে ইনকাম করার জন্য প্ল্যাটফর্ম হিসেবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলত সার্চ ইঞ্জিন কে তৈরি করা হয়েছে মানুষের তথ্য খুঁজে পাওয়ার জন্য।সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কত প্রকার ও কি কি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

আরও পড়ুনঃ ওজন কমাতে কালোজিরা খাওয়ার উপকারিতা

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি

সার্চ ইঞ্জিনঃ সার্চ ইঞ্জিন বলতে আমরা সাধারণত যেগুলো বুঝি, সেটা হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে গিয়ে ইন্টারনেটের বিভিন্ন তথ্য খুঁজে বের করা যায়। যেমনঃyahoo.bing. google
এসইওর মাধ্যমে আমরা যে কাজ করতে পারবো সেটা হচ্ছে আমাদের যদি কোন ওয়েবসাইট থাকে বা কোন ই-কমার্স প্ল্যাটফর্ম থাকে বা কোন দোকান থাকে বা আমাদের কোন সেবা বা প্রোডাক্ট থাকে, সেগুলো যদি আমরা অনলাইনে প্রচার-প্রচারণা করতে চাই টাকা দিয়ে বা ফ্রিতে তাহলে এ কাজটি করার জন্য আমাদের এসইও সম্পর্কিত বিষয়ে জ্ঞান থাকতে হবে।

অপটিমাইজেশনঃ যদি সার্চ ইঞ্জিন কে বলা হয়, আমাদের ওয়েবসাইটের যে সকল কন্টেন্ট, পোস্ট বা আর্টিকেল রয়েছে এগুলো যেন তারা তাদের সার্চ ইঞ্জিনে দেখায়,এ কাজটি করার জন্য আমাদেরকে যে সকল কাজ করতে হবে সেটাই অপটিমাইজেশন।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কত প্রকার

এসইও হলো একটি প্রক্রিয়া যা আপনার ওয়েবসাইট এবং কনটেন্টকে সার্চ ইঞ্জিনে উচ্চ স্থানে প্রদর্শন করার জন্য ব্যবহার হয়।এসইও ওকে বিভিন্ন ভাবে বিভক্ত করা যায়।কাজের ধরনের ওপর নির্ভর করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কত প্রকার ও কি কি দেওয়া হলো।
কাজের ধরনের ওপর নির্ভর করে এসইওকে প্রধানত তিন ভাগে বিভক্ত করা হয়েছে,যেমন-
  • অন পেজ এসইও
  • অফ পেজ এসইও
  • টেকনিক্যাল এসইও
অন পেজ এসইওঃ কোন ওয়েব পেজের ভেতরে অর্গানিক ট্রাফিক বাড়ানোর জন্য যে অপটিমাইজেশন করা হয় সেটিই হল অন পেজ এসইও।অন পেজ এসইও করার মূল উদ্দেশ্য হলো google এবং অন্যান্য সকল সার্চ ইঞ্জিন গুলোতে যেন আপনার কনটেন্ট ভালোভাবে বুঝতে পারে সেটাতে তাদের সাহায্য করা।

অফ পেজ এসইওঃ এসইও এর জন্য আমাদের ওয়েবসাইটের বাইরে করা সমস্ত ধরনের অপটিমাইজেশন বা প্রচেষ্টাকে অফ পেজ এসইও বলা হয়।এই এসইও এর মধ্য অনেক কৌশল, রয়েছে যেমন স্থানীয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা,ওয়েবসাইট সার্চ ইঞ্জিন জমা দেওয়া,ব্যাক লিংক তৈরি করা ইত্যাদি।

টেকনিক্যাল এসইওঃ সার্চ ইঞ্জিনে একটি ওয়েবসাইট র‍্যাঙ্ক করানোর জন্য ওয়েবসাইটে যে সকল টেকনিক্যাল উন্নতি করা হয় তাকে টেকনিক্যাল এসইও বলা হয়।ওয়েবসাইটের কোন বিষয়ের সাথে টেকনিক্যাল এসইও এর কোন সম্পর্ক নেই।যেমন মেটা ট্যাগ,শিরোনাম,কিওয়ার্ড বসানো,ইন্টার্নাল লিংক ইত্যাদি টেকনিক্যাল এসইও এর আওতায় অন্তর্ভুক্ত না।

কৌশলের উপর ভিত্তি করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কত প্রকার ও কি কি দেওয়া হলো।
কৌশলের উপর ভিত্তি করে এসইও তিন টাইপের হয়ে থাকে যেমন-
  • হোয়াইট হ্যাট এসইও
  • ব্ল্যাক হ্যাট এসইও
  • গ্রে হ্যাট এসইও
হোয়াইট হ্যাট এসইওঃ এসইও করার জন্য কোন একটা সার্চ ইঞ্জিনের যে সকল নিয়মকানুন বা নির্দেশনা থাকে সে সকল নিয়মকানুন মেনে যদি আমরা কোন এসইও করি তাহলে সে এসইও টাকে বলা হয় হোয়াইট হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও এর ইম্প্যাক্ট খুবই ভালো।এই এসইও এর মাধ্যমে যদি কোন একটা পোস্ট গুগলে ইনডেক্স করানো হয় তাহলে এটা অনেকদিন পর্যন্ত গুগলে থাকে। হোয়াইট হ্যাট এসইও হল সে এসইও যেখানে গুগলের সকল নিয়ম নীতি মেনে এসইও করা হয়।

ব্ল্যাক হ্যাট এসইওঃ এসইও করার জন্য কোন একটা সার্চ ইঞ্জিনের যে সকল নিয়মকানুন বা নির্দেশনা থাকে সে সকল নিয়মকানুন না মেনে যদি আমরা ওয়েবসাইটের পোস্ট খুব দ্রুত র‍্যাঙ্ক করানোর জন্য কোন উলটা পালটা এসইও করি তাহলে তাকে ব্ল্যাক হ্যাট এসইও বলে।ব্ল্যাক হ্যাট এসইও খুবই রিস্কি।

গ্রে হ্যাট এসইওঃ গ্রে হ্যাট এসইও হলো কোনো একটা সার্চ ইঞ্জিনের যে সকল নিয়মকানুন বা নির্দেশনা থাকে সেগুলোর অর্ধেক মেনে আর অর্ধেক না মেনে যদি কোনো পোস্ট এসইও করা হয় তবে তাকে গ্রে হ্যাট এসইও বলে।

মার্কেটিং স্ট্যাটিজির উপরে ভিত্তি করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কত প্রকার ও কি কি দেওয়া হলো।
মার্কেটিং স্ট্যাটিজির উপরে ভিত্তি করে এসইওকে দুই ভাগে ভাগ করা যায় যেমন-
  • লোকাল এসইও
  • গ্লোবাল এসইও
লোকাল এসইওঃ লোকাল এসইও হল,যে সকল জায়গায় আপনি আপনার ব্যবসা পরিচালনা করতে চান বা আপনার পণ্য,সেবা ও সার্ভিস টাকে ছড়িয়ে দিতে চান,সে জায়গায় থেকে আপনি যদি আপনার আশেপাশের লোকজনকে এট্রাক্ট করতে চান সেটার জন্য যে এসইও করবেন সেটাই হলো লোকাল এসইও।

গ্লোবাল এসইওঃ আর গ্লোবাল এসইও হলো আপনি যদি আপনার ওয়েবসাইট কন্টেন্ট,পণ্য,সেবা ও সার্ভিসটাকে যদি আপনি বিশ্বব্যাপি ছড়িয়ে দিতে চান সেটার জন্য যে এসইও করবেন সেটাই হলো গ্লোবাল এসইও।

ব্যবসা বা ইন্ডাস্ট্রি অনুযায়ী সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কত প্রকার ও কি কি দেওয়া হলো।
ব্যবসা বা ইন্ডাস্ট্রি অনুযায়ী এসইউকে বেশ কিছু ভাগে ভাগ করা হয়।যেমন-
  • ই-কমার্স এসইও
  • SaaS এসইও
  • Plumber এসইও ইত্যাদি।

সার্চ ইঞ্জিন এর কাজ কি

সার্চ ইঞ্জিন এমন একটি অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার যা ইন্টারনেটের যে কোন বিষয় ভিত্তিক তথ্য সন্ধান করে এবং ব্যবহারকারীদের জন্য সেটি সংগ্রহ করে রাখে।সার্চ ইঞ্জিনের প্রধান কাজ হল ইন্টারনেট থেকে সকল প্রকার তথ্য খুঁজে বের করা। এজন্যই সার্চ ইঞ্জিন দৈনন্দিন অনেক কাজেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুনঃ জিলহজ্জ মাসের আমল ও ফজিলত

এখন মনে করুন আপনার একটা ওয়েবসাইট আছে বা আপনার একটা দোকান বা কোন ব্যবসা আছে অথবা কোন ওয়েবসাইট ব্লগ, ই-কমার্স সোর্স আছে যেখানে আপনি জিনিসপত্র বেচাকেনা করেন, এ সকল জিনিসপত্র বেচাকেনার জন্য যে সকল প্রচার-প্রচারণা করা হয়, যাতে করে লোকজন সহজেই আপনার পণ্যগুলো পেয়ে যায় এসব কাজ করাই হলো এসইও বা সার্চ ইঞ্জিন।

সহজ কথায় বলা যায়, যদি কোন ওয়েবসাইট নিয়ে কাজ করি তাহলে ওয়েবসাইটের যেসব কনটেন্ট সার্ভিস রয়েছে এ সকল ব্যাপারে লোকজন যেন google এ সার্চ দিয়ে আমাদের তথ্যগুলো খুঁজে পাই বা জানতে পারে এ সকল কাজগুলো করার জন্য যেসকল কাজ করতে হবে সেটাই হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিনের কাজ।

সার্চ ইঞ্জিন বা SEO কি কি ভাবে করা যায়

এসইও সাধারনত দুই উপায়ে করা যায় যেমন-
  • পেইড এসইও
  • অর্গানিক এসইও
পেইড এসইওঃ টাকা দিয়ে যে সকল এসইও করা হয় তাকে পেইড এসইও বলে।পেইড এসইওতে কোনরকম টেকনিক শিখতে হয় না।শুধুমাত্র google এ টাকা খরচ করেই পেইড এসইও করা যায়।
যে সকল সার্চ ইঞ্জিন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট রয়েছে সে সকল জায়গাতে টাকা খরচ করে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে পেইড এসইও এর কাজ করা যায়।

অর্গানিক এসইওঃ অর্গানিক এসইও করার জন্য কোনরকম টাকা ব্যয় করতে হয় না।এটি করার জন্য আমাদেরকে অনেক রকম কৌশল শিখতে হয়।নিজের বুদ্ধি খাটিয়ে বা টেকনিক অবলম্বন করে যে সকল এসইও করা হয় তাকে অর্গানিক এসইও বলে।

সেরা ১০ টি সার্চ ইঞ্জিনের নাম

অসংখ্য সার্চ ইঞ্জিনের মধ্য সেরা ১০টি সার্চ ইঞ্জিন এর নাম উল্লেখ করা হলো-
  • গুগল- (Link-google.com)
  • ইয়াহু- (Link-yahoo.com)
  • বিং- (Link-bing.com)
  • আস্ক ডট কম- (Link-Ask.Com)
  • ডাকডাকগো- (Link-DuckDuckGo.com)
  • ডগপাইল- (Link-DogPile.Com)
  • এক্সাইট ডট কম- (Link-Excite.Com)
  • এন্টায়ার ওয়েব ডট কম- (Link-EntireWeb.Com)
  • গিগাব্লাষ্ট ডট কম- (Link-gigablast.com)
  • টিউমা ডট কম- (Link-Teoma.com)

বাংলাদেশের সার্চ ইঞ্জিন কয়টি ও কি কি

বর্তমান যুগে ইন্টারনেটে কোন কিছু খুঁজে পাওয়ার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটি দরকার হয় তা হলো সার্চ ইঞ্জিন। প্রয়োজনীয় সকল তথ্যকে ল্যাপটপ,কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে খুঁজে দেওয়ার জন্য সার্চ ইঞ্জিন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।কোন বিষয়ে আমাদের যদি কোন কিছু জানার থাকে তাহলে আমরা সহজে সার্চ ইঞ্জিনের মাধ্যমে সার্চ করে সে বিষয়ে জানতে পারি।বর্তমানে বেশিরভাগ সময় সার্চ ইঞ্জিন হিসাবে আমরা গুগলকে বেশি ব্যবহার করি।কারণ গুগল ই একমাত্র সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন।তবে বাংলাদেশের প্রচলিত নিজস্ব তিনটি সার্চ ইঞ্জিন রয়েছে,সেগুলো হলো-
  • পিপীলিকা
  • চরকি ও
  • খুঁজুন ডট কম

লেখকের মন্তব্য

সার্চ ইঞ্জিন বলতে আমরা সাধারণত যেগুলো বুঝি, সেটা হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে গিয়ে ইন্টারনেটের বিভিন্ন তথ্য খুঁজে বের করা যায়।সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কত প্রকার ও কি কি? সে সম্পর্কে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে আশা করছি এই পোস্টের মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন।

আরও পড়ুনঃ পলিসিস্টিক ওভারি থেকে মুক্তির উপায় 

প্রিয় পাঠক,এই পোস্টটি যদি আপনার ভালো লেগে থাকে অথবা এই পোস্টটি পরে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে পোস্টটি আপনার বন্ধু বান্ধব ও আত্বীয় স্বজনদের সাথে শেয়ার করতে পারেন,যেনো এই পোস্টটি পড়ে উনারাও উপকৃত হতে পারেন।ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আর এস জান্নাত এর নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url